চট্টগ্রাম কলেজে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
বুধবার ১৪ মার্চ বৌদ্ধ ছাত্র সংসদ (পালি বিভাগ) কার্যালয়ে কমিটি গঠনকল্পে এক সভা রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কনক কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণা বড়ুয়া, সহকারী অধ্যাপক সুরজিৎ বড়ুয়া, সহকারী অধ্যাপক দিবস চাকমার উপস্থিতিতে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর অনুমতিক্রমে আলোচনার উতিং হ্লা মারমাকে আহবায়ক, মংচাইসিং মারমাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক সঞ্জয় বড়ুয়া, সন্ধি বড়ুয়া, উবাহাই মারমা, দীপ্ত বড়ুয়া, সদস্য শিলা চাকমা, সুরভী মুৎসুদ্দী, প্রীতি বড়ুয়া, রবিন বড়ুয়া, ঐশী বড়ুয়া, শৈসিংউ মারমা, সুস্মিতা বড়ুয়া, মংক্যহ্লা মারমা, চৌধুরী আদৃতা বড়ুয়া, পূর্ণা মুৎসুদ্দী, প্রিমন বড়ুয়া, পাপড়ি বড়ুয়া, লিপায়ন বড়ুয়া, মেচিংনু মারমা, স্বস্তী চাকমা।
আগামী ৪ মে বুদ্ধপূর্ণিমা উদযাপনে চট্টগ্রাম কলেজের সংশ্লিষ্টরা সহ নগরীর সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।