০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবুরখীলে নবনির্মিত ভবন উৎসর্গ ও সংঘানন্দ থের’র মহাথের বরণ ৯,১০ মার্চ

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ৯০৯ বার পড়া হয়েছে

রাউজান আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ, বিচিত্র ধর্মকথিক ভদন্ত সংঘানন্দ থের’র মহাথের বরণোৎসব আগামী ৯,১০ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার  দুই দিনব্যাপী নিজ বিহারে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম  দিনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হালদা নদীতে মৎস্য অবমুক্তায়ন , স্বেচ্ছাসেবকদের ব্যাজ প্রদান, শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। দুপুর ১.৩০ টায় শোভাযাত্রা সহকারে পূর্ব গুজরা হোয়ারা গ্রামে যাত্রা ও মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর শ্মশান বেদীতে শ্রদ্ধা নিবেদন। সন্ধায় ভিক্ষু সীমায় গমন ও বিনয় কর্ম সম্পাদন। রাত ৮ টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় বুদ্ধ কীর্তন , পরিবেশনায় নয়ন বড়ুয়া ও তার দল।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (১০ মার্চ)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, আশীর্বাদক থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রধান ধর্মজ্ঞাতি থাকবেন বুড্ডিস্ট কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি মহাপ্রভু ধর্মানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের।

বিকেল ১.৩০টা নববরিত মহাথেরর  সদ্ধর্ম সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের,  আশীর্বাদক থাকবেন  ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , প্রধান জ্ঞাতি থাকবেন, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া , প্রধান বক্তা থাকবেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের  সহ সভাপতি লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া ।

উল্লেখ্য, এই অনুষ্ঠানকে ঘিরে গত ২ মার্চ থেকে গণপ্রব্রজ্যা, বিদর্শন  ভাবনা ও ব্যুহচক্র মেলা শুরু হয়েছে।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

আবুরখীলে নবনির্মিত ভবন উৎসর্গ ও সংঘানন্দ থের’র মহাথের বরণ ৯,১০ মার্চ

আপডেট সময় ১০:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাউজান আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ, বিচিত্র ধর্মকথিক ভদন্ত সংঘানন্দ থের’র মহাথের বরণোৎসব আগামী ৯,১০ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার  দুই দিনব্যাপী নিজ বিহারে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম  দিনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হালদা নদীতে মৎস্য অবমুক্তায়ন , স্বেচ্ছাসেবকদের ব্যাজ প্রদান, শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। দুপুর ১.৩০ টায় শোভাযাত্রা সহকারে পূর্ব গুজরা হোয়ারা গ্রামে যাত্রা ও মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর শ্মশান বেদীতে শ্রদ্ধা নিবেদন। সন্ধায় ভিক্ষু সীমায় গমন ও বিনয় কর্ম সম্পাদন। রাত ৮ টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় বুদ্ধ কীর্তন , পরিবেশনায় নয়ন বড়ুয়া ও তার দল।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (১০ মার্চ)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, আশীর্বাদক থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রধান ধর্মজ্ঞাতি থাকবেন বুড্ডিস্ট কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি মহাপ্রভু ধর্মানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের।

বিকেল ১.৩০টা নববরিত মহাথেরর  সদ্ধর্ম সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের,  আশীর্বাদক থাকবেন  ২৯তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , প্রধান জ্ঞাতি থাকবেন, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া , প্রধান বক্তা থাকবেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের  সহ সভাপতি লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া ।

উল্লেখ্য, এই অনুষ্ঠানকে ঘিরে গত ২ মার্চ থেকে গণপ্রব্রজ্যা, বিদর্শন  ভাবনা ও ব্যুহচক্র মেলা শুরু হয়েছে।