০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রমাদ

  • ঊর্মি বড়ুয়া
  • আপডেট সময় ১২:৫০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৯১৪ বার পড়া হয়েছে

চিত্তের সঙ্গে থেকো সদা

নিও না বিরতি,

ভবের নিত্যসুখে থেকো না

মৃত্যু অবধি।

 

নাম-রূপের সংমিশ্রণে

নিয়েছো জন্ম,

দিও নাকো হেলা,খুঁজে বের করো

স্বভাবে তাহার উৎপন্ন নিরোধ ধর্ম।

 

তথাগত এসেছিলো ধরণীতে

জন্ম-জন্মান্তর করেছে পারমীপূরণ,

দিয়ে গেছে সদ্ধর্মের তরে শিক্ষা

চারিস্মৃতিপ্রস্থান আর মৈত্রীতে।

 

অবিচ্ছিন্ন চিত্ত প্রবাহ দিবে সদগতি

দূর করো অভ্যন্তরীণ ক্লেশ

থেকো অপ্রমাদে,

রেখে আশ্বাস-প্রশ্বাস স্মৃতি।।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

অপ্রমাদ

আপডেট সময় ১২:৫০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

চিত্তের সঙ্গে থেকো সদা

নিও না বিরতি,

ভবের নিত্যসুখে থেকো না

মৃত্যু অবধি।

 

নাম-রূপের সংমিশ্রণে

নিয়েছো জন্ম,

দিও নাকো হেলা,খুঁজে বের করো

স্বভাবে তাহার উৎপন্ন নিরোধ ধর্ম।

 

তথাগত এসেছিলো ধরণীতে

জন্ম-জন্মান্তর করেছে পারমীপূরণ,

দিয়ে গেছে সদ্ধর্মের তরে শিক্ষা

চারিস্মৃতিপ্রস্থান আর মৈত্রীতে।

 

অবিচ্ছিন্ন চিত্ত প্রবাহ দিবে সদগতি

দূর করো অভ্যন্তরীণ ক্লেশ

থেকো অপ্রমাদে,

রেখে আশ্বাস-প্রশ্বাস স্মৃতি।।