চিত্তের সঙ্গে থেকো সদা
নিও না বিরতি,
ভবের নিত্যসুখে থেকো না
মৃত্যু অবধি।
নাম-রূপের সংমিশ্রণে
নিয়েছো জন্ম,
দিও নাকো হেলা,খুঁজে বের করো
স্বভাবে তাহার উৎপন্ন নিরোধ ধর্ম।
তথাগত এসেছিলো ধরণীতে
জন্ম-জন্মান্তর করেছে পারমীপূরণ,
দিয়ে গেছে সদ্ধর্মের তরে শিক্ষা
চারিস্মৃতিপ্রস্থান আর মৈত্রীতে।
অবিচ্ছিন্ন চিত্ত প্রবাহ দিবে সদগতি
দূর করো অভ্যন্তরীণ ক্লেশ
থেকো অপ্রমাদে,
রেখে আশ্বাস-প্রশ্বাস স্মৃতি।।