০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে অষ্টপরিষ্কারসহ সংঘদান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রয়াত সংঘরাজবৃন্দ,চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষবৃন্দ ,বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র প্রয়াত নেতৃবৃন্দের পারলৌকিক সুখ,শান্তি, সদগতি কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও একুশে পদকে ভূষিত অগ্রমহাপণ্ডিত, শাসনশোভন,জ্ঞানভানক, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র ১০০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে  বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের’র  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ,প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির, উদ্বোধক ছিলেন প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন  ড. ধর্মকীর্তি মহাস্থবির।
প্রফেসর তুষার কান্তি বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ভদন্ত  শাসনরক্ষিত মহাস্থবির, তদন্ত  তিলোকাবংশ মহাথের,এম বোধিমিত্র মহাস্থবির,ড. সুকোমল বড়ুয়া ,ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক সত্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ,ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,সাম্প্রদায়িক হামলাকারীদের কোনো ধর্ম নেই, তারা ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকদের মধ্যে আছে। এরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপসানলয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। তারা আমাদের সম্প্রীতিকে লালিত ঐতিহ্যকে যাতে ধ্বংস করতে না পারে।’
এ সময় তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকেদের মধ্যে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপসানালয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ধর্ম উপদেষ্টা।
তিনি  বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ভারতের বুদ্ধ হয়ায় তীর্থ যাত্রায় যেতে চাই তাদের জন্য স্পেশাল ভিসার জন্য ভারতীয় হাই কমিশনারকে আহবান জানানো হয়েছে বলেও জানান তিনি। পাহাড় অশান্ত থাকলে সমতল শান্তিতে থাকতে পারে না।এজন্য সমতল ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার আপ্রান চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে অষ্টপরিষ্কারসহ সংঘদান

আপডেট সময় ১০:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রয়াত সংঘরাজবৃন্দ,চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষবৃন্দ ,বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র প্রয়াত নেতৃবৃন্দের পারলৌকিক সুখ,শান্তি, সদগতি কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও একুশে পদকে ভূষিত অগ্রমহাপণ্ডিত, শাসনশোভন,জ্ঞানভানক, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র ১০০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে  বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের’র  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ,প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির, উদ্বোধক ছিলেন প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন  ড. ধর্মকীর্তি মহাস্থবির।
প্রফেসর তুষার কান্তি বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ভদন্ত  শাসনরক্ষিত মহাস্থবির, তদন্ত  তিলোকাবংশ মহাথের,এম বোধিমিত্র মহাস্থবির,ড. সুকোমল বড়ুয়া ,ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক সত্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ,ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,সাম্প্রদায়িক হামলাকারীদের কোনো ধর্ম নেই, তারা ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকদের মধ্যে আছে। এরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপসানলয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। তারা আমাদের সম্প্রীতিকে লালিত ঐতিহ্যকে যাতে ধ্বংস করতে না পারে।’
এ সময় তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকেদের মধ্যে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপসানালয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ধর্ম উপদেষ্টা।
তিনি  বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ভারতের বুদ্ধ হয়ায় তীর্থ যাত্রায় যেতে চাই তাদের জন্য স্পেশাল ভিসার জন্য ভারতীয় হাই কমিশনারকে আহবান জানানো হয়েছে বলেও জানান তিনি। পাহাড় অশান্ত থাকলে সমতল শান্তিতে থাকতে পারে না।এজন্য সমতল ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার আপ্রান চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন।