ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার ‘কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ।
সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। এটা ছিল ফ্রান্সে প্রথম দানোত্তম শুভ কঠিন চীবর দান।
দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স আন্তর্জাতিক বৌদ্ধ সেন্টারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রারত্না মহাথের। প্রধান ধর্মালোচক,হিসেবে উপস্থিত থাকবেন ড. বরসম্বোধি মহাথের, উদ্বোধনী বক্তব্য রাখ্বেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার ভিক্ষু।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান উদযাপনী পরিষদ।