ত্রিশরণ বৌদ্ধ পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ত্রিশরণ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি-হিরো বড়ুয়া ও সাধারণ সম্পাদক-ঈমন বড়ুয়া রিমন এ নতুন কমিটির অনুমোদন দেন।
এর আগে গত ৬ ডিসেম্বর সকাল ১০ টায় ত্রিশরণ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি-হিরো বড়ুয়া’র সভাপতিত্বে.সাধারণ সম্পাদক-ঈমন বড়ুয়া রিমন এর সঞ্চালনায় ত্রিশরণ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ত্রিশরণ বৌদ্ধ পরিষদ-চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির একটি যৌথ সাধারণ সভা নগরীর চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি-সূচন বড়ুয়া, অর্থ সম্পাদক-প্রশান্ত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক -পার্থ বড়ুয়া,সহ সাংগঠনিক সম্পাদক-অভিজিৎ বড়ুয়া রনি,দপ্তর সম্পাদক -তম্ময় বড়ুয়া প্রমুখ।আলোচ্য বিষয় অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল সদস্যবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মতামত প্রদান করেন।
সকলের মতামতের মাধ্যমে তিলক বড়ুয়াকে সভাপতি, নিক্সন বড়ুয়াকে নির্বাহী সভাপতি, জিতু বড়ুয়াকে সাধারণ সম্পাদক, বিপ্লব বড়ুয়াকে অর্থ সম্পাদক,নেপচুন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক, রুবেল বড়ুয়াকে দপ্তর সম্পাদক করে ৮৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।