২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় প্রথমস্থান অধিকার করেছেন সুবর্ণা বড়ুয়া। রোববার (২ মার্চ) দুপুরে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২৪-২৫ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল প্রকাশ করা হয়।
রাজউক উত্তরা মডেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে চিকিৎসা পেশায় আসতে চান সুবর্ণা বড়ুয়া।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন দিয়াকুল গ্রামের বাবু সুকুমার বড়ুয়া ও শ্রীমতি নিপুলা বড়ুয়ার কনিষ্ঠা কন্যা সুবর্ণা বড়ুয়া।