০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ‘বনভান্তে ধম্মা হল’উৎসর্গ

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে দেশ ও বিশ্বশান্তি তথা সব প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় প্রয়াত ভদন্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নামে ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ করা হয়েছে।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ির বর্ণাল গ্রামে শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান,  বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও স্বধর্ম শ্রবণসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অনুষ্ঠানের সংঘ প্রধান বৌধিপাল মহাস্থবির। এছাড়া ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির , ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কুঠিরের বিহারধ্যাক্ষ বিমলানন্দ মহাস্থবির ভান্তে।

এ সময় গরগয্যাছড়ি ক্ষান্তিপুর বনবিহারের বিহারধ্যাক্ষ আর্যবোধি মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তেসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ৪৪ জন বৌদ্ধ ভিক্ষু ও ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির বিভিন্ন এলাকার দেড় হাজারের অধিক বৌদ্ধ নর-নারী অংশ নেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

খাগড়াছড়িতে ‘বনভান্তে ধম্মা হল’উৎসর্গ

আপডেট সময় ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে দেশ ও বিশ্বশান্তি তথা সব প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় প্রয়াত ভদন্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নামে ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ করা হয়েছে।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ির বর্ণাল গ্রামে শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান,  বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও স্বধর্ম শ্রবণসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অনুষ্ঠানের সংঘ প্রধান বৌধিপাল মহাস্থবির। এছাড়া ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির , ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কুঠিরের বিহারধ্যাক্ষ বিমলানন্দ মহাস্থবির ভান্তে।

এ সময় গরগয্যাছড়ি ক্ষান্তিপুর বনবিহারের বিহারধ্যাক্ষ আর্যবোধি মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তেসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ৪৪ জন বৌদ্ধ ভিক্ষু ও ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির বিভিন্ন এলাকার দেড় হাজারের অধিক বৌদ্ধ নর-নারী অংশ নেন।