রাঙ্গুনিয়ার কদমতলী ধর্ম্মাংকুর বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ পুরাকীর্তি বিষয়ক সম্পাদক দীপংকর স্থবির এর মহাস্থবির বরণোৎসব, নব নির্মিত চৈত্য ও দন্ডায়মান বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠানে পুন্যার্থীদের ঢল নামে। শুক্র ও শনিবার ২ দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন দানবীর লায়ন সোহেল বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিধ এস. লোকজিৎ মহাস্থবির। মূখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।
সংবর্ধিত অতিথি ছিলেন সড়ক ও যোগাযোগ সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্মরণ কুমার বড়ুয়া, এলজিইডি’র তত্ত্ববধায়ক ও রক্ষণাবেক্ষণ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিপুল বণিক, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং দানবীর দিপুল বড়ুয়া। উদ্বোধক ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির।
এছাড়া, বক্তব্য দেন ব্যবসায়ী বাদল কান্তি বড়ুয়া, ডা. স্বপন কান্তি বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি শাসন রক্ষিত ভিক্ষু, কার্যকরী সভাপতি দীপক বড়ুয়া, সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, প্রধান সমন্বয়ক রতন বড়ুয়া, যুগ্ন সমন্বয়কারী সুব্রত বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক ছোটন বড়ুয়া,সুমনশ্রী স্থবির, রকি বড়ুয়া শেলু।
সকালে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি, প্রিয়রঞ্জন বড়ুয়া, সুভাষ বড়ুয়া, ব্যাংকার হিরো এল. বড়ুয়া। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত সুমঙ্গল মহাস্থবির। বক্তব্য দেন সুভাষ চন্দ্র বড়ুয়া, দীলিপ বড়ুয়া।
কর্মসূচি উপলক্ষে পবিত্র ত্রিপিটক পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধ ধাতু নিয়ে কীর্তন সহকারে গ্রাম প্রদক্ষিণ, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান ও সদ্ধর্মসভা, র্যালি, মহাস্থবির বরণোত্তর সংবর্ধনা ও কর্মময় জীবন শীর্ষক আলোচনাসহ নানা কর্মসূচি পালিত হয়।