০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘরাজ প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথের’র প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথেরর   প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।

আজ শুক্রবার (২১ নভেম্বর ) এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

রাউজান বিনাজুরী শ্মশান বিহারে প্রায় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ,অসংখ্য দায়কদায়ীকা সমেত বুদ্ধ কীর্তন সহকারে ফুলেল শ্রদ্ধার্ঘ্য ও পূর্ণদান করেন।

পরে  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উদ্যোগে অনিত্য সভা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এসময়  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথের, সাংগঠনিক সচিব ভদন্ত সংঘানন্দ মহাথের প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা পূজ্য সংঘরাজের ত্যাগময় জীবনের শ্রদ্ধা জানিয়ে পূর্ণদান করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

নব মনোনীত সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র জীবনী

সংঘরাজ প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথের’র প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা

আপডেট সময় ০৯:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথেরর   প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।

আজ শুক্রবার (২১ নভেম্বর ) এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

রাউজান বিনাজুরী শ্মশান বিহারে প্রায় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ,অসংখ্য দায়কদায়ীকা সমেত বুদ্ধ কীর্তন সহকারে ফুলেল শ্রদ্ধার্ঘ্য ও পূর্ণদান করেন।

পরে  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উদ্যোগে অনিত্য সভা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এসময়  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথের, সাংগঠনিক সচিব ভদন্ত সংঘানন্দ মহাথের প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা পূজ্য সংঘরাজের ত্যাগময় জীবনের শ্রদ্ধা জানিয়ে পূর্ণদান করেন।