লাইফ সাপোর্টে সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের`র শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়েছে।
গত ১১ নভেম্বর থেকে তিনি চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ডা. রায়হান উদ্দিনের তত্ত্বাবধানে ইন্টেন্সিভ কেয়ারে চিকিৎসাধীন আছেন এবং লাইফ সাপোর্টে রয়েছেন। ৯৯ বছর বয়সী পূজ্য সংঘরাজ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
জানা যায় ,সংঘরাজ ভান্তের হার্ট, লাঞ্চ, ব্রেইন, ব্লাড প্রেশার সবকিছুর কন্ডিশন খুবই খারাপ।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর এই পুণ্যপুরুষ ১০০ বৎসর পরিপূর্ণ করে ১০১ বৎসরে পদার্পণ করবেন।
ডেস্ক রিপোর্ট : 









