থাইল্যান্ডে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের স্মরণে বিশেষ প্রার্থনা ও পুণ্যদান সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ নভেম্বর থাইল্যান্ডের মহাচুলালংকর্ণরাজাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় (MCU), আয়ুথায়া ক্যাম্পাসে বাংলাদেশ বুড্ডিস্ট স্টুডেন্টস ক্লাব–এ অনুষ্ঠানের আয়োজন করে।

মহামান্য সংঘরাজ, ড. পূজ্য জ্ঞানশ্রী মহাথের’র স্মরণে বিশেষ প্রার্থনা ও পুণ্যদান সভা। আজ থাইল্যান্ডে মহাচুলালংকর্ণরাজাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় (MCU), আয়ুথায়া ক্যাম্পাসে বাংলাদেশ বুড্ডিস্ট স্টুডেন্টস ক্লাব–এর উদ্যোগে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, মায়ানমার সরকারের প্রদত্ত অগ্রমহাপণ্ডিত ও মহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধিধারী, শাসনশোভন জ্ঞানভাণক, বিনয়াচার্য, ড. পূজ্য জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের মহাপ্রয়াণে তাঁর সুমহান ধর্মসেবা স্মরণে ও পরম শান্তিময় নিবার্ণসুখ কামনায় বাংলাদেশী শিক্ষার্থী ভিক্ষু-শ্রামণ গভীর শ্রদ্ধা সহকারে এক বিশেষ প্রার্থনা ও পুণ্যদান সভার আয়োজন করেন।
সমবেত ভিক্ষু-সংঘের নেতৃত্বে থাই বৌদ্ধ রীতি অনুযায়ী অভিধম্ম মাতিকাপাঠ, অনিত্য পাঠ, স্মৃতিচারণ ও পুণ্যদান উৎসর্গের মাধ্যমে মহামান্য সংঘরাজ ভন্তের পারলৌকিক নৈর্বাণিক শান্তি কামনা করা হয়।
বাপ্পা চৌধুরী , প্রতিনিধি, তথাগত অনলাইন 









