ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডা বাংলাদেশ বুড্ডিস্ট বিহার ও মেডিটেশন সেন্টারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর)কানাডার মনট্রিলের স্থানীয় মিলনায়তনে দিনব্যাপী নানা আনুষ্ঠিকতায় সুসম্পন্ন হয় এ মহামিলন মেলা।

দুপুরে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন ভদন্ত বিমলানন্দ মহাথের , প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন সভাপতি ভদন্ত ড.জ্ঞানরত্ন মহাথের,পঞ্চশীল প্রার্থনা করেন বোধি চিলড্রেন ছাত্র ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিহার ভূমিদাতাগণের আজীবন সম্মাননা প্রদান, যাঁদের মহৎ ত্যাগ ও দানশীলতা এই বিহারের ভিত্তি স্থাপনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অনুষ্ঠানমঞ্চে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া, সমাজ ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়, যা তরুণ প্রজন্মকে নৈতিকতা, জ্ঞান ও দয়ার পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে। সারা অনুষ্ঠানজুড়ে ছিল ধর্মীয় ভাবনায় পরিপূর্ণ পরিবেশ—বুদ্ধবন্দনা, সংঘদান, ধম্মদেশনা, ও করুণাময় বাণীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। দাতাদের মহৎ দান, ভিক্ষুসংঘের আশীর্বচন ও উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে সফলভাবে সমাপ্ত হয় এই পুণ্যময় আয়োজন।
এস,বি, তুহিন চৌধুরী 









