০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন,কর্মবীর করুণাশ্রী থের’র মহাথের বরণ ১৯,২০ ডিসেম্বর

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৫৬৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সের দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,   কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ও সংবর্ধনা সভা আগামী ১৯ , ২০ ডিসেম্বর, বৃহস্পতি্বার ও শুক্রবার  দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম দিনে বৃহস্পতি্বার (১৯ ডিসেম্বর)  সকাল ৯ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অংশগ্রহণে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধী  ভদন্ত প্রিয়ানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি থাকবেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।    প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টু।  দুপুর ১ টায় শান্তি শোভাযাত্রা ।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (২০ ডিসেম্বর)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে।

দুপুর ১ টায় মহাথের বরণোত্তর সংবর্ধনা ও নব বরিত মহাথেরর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী  মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,  প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা , প্রধান জ্ঞাতি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের,প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত পঞ্ঞ চক্ক মহাথের, মুখ্য আলোচক থাকবেন সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন,কর্মবীর করুণাশ্রী থের’র মহাথের বরণ ১৯,২০ ডিসেম্বর

আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সের দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,   কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ও সংবর্ধনা সভা আগামী ১৯ , ২০ ডিসেম্বর, বৃহস্পতি্বার ও শুক্রবার  দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম দিনে বৃহস্পতি্বার (১৯ ডিসেম্বর)  সকাল ৯ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অংশগ্রহণে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধী  ভদন্ত প্রিয়ানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি থাকবেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।    প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টু।  দুপুর ১ টায় শান্তি শোভাযাত্রা ।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (২০ ডিসেম্বর)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে।

দুপুর ১ টায় মহাথের বরণোত্তর সংবর্ধনা ও নব বরিত মহাথেরর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী  মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,  প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা , প্রধান জ্ঞাতি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের,প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত পঞ্ঞ চক্ক মহাথের, মুখ্য আলোচক থাকবেন সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।