০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

  • প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় ০৩:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর স্মরণ সভায় মঞ্চে উপবিষ্ট ভিক্ষুসংঘের একাংশ

সুশিক্ষিত হয়ে শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদানের পাশাপাশি সমাজকর্মে নিজেকে নিবেদিত রাখা সবার পক্ষে সম্ভব নয়, তজ্জন্য প্রয়োজন নিষ্টা, একাগ্রতা ও দক্ষতা। শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর ছিলেন না, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক এবং তাঁর কর্মকীর্তির মাধ্যমে তিনি সমকালকে ধরতে পেরেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত (৮ জানুয়ারি) বুধবার অবসরপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক প্রয়াত শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

প্রয়াতের জন্মজনপদ চট্টগ্রামের পটিয়া উপজেলার বেলখাইন গ্রামের চৌধুরী ভবনে আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত আর্যকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অষ্ট উপকরণসহ সহ সংঘদানানুষ্ঠান ও স্মরণ সভায় প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত আয়ুপাল মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপর্ষী মহাথেরো, বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত সুমনতিষ্য মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, ভদন্ত সংঘপাল থেরো ও ভদন্ত প্রিয়তিষ্য থেরো৷ উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু।

সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের উর্ধ্বতন সহ-সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী প্রমুখ। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী।

উল্লেখ্য, শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী গত ২০২৪ সালের ৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

আপডেট সময় ০৩:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সুশিক্ষিত হয়ে শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদানের পাশাপাশি সমাজকর্মে নিজেকে নিবেদিত রাখা সবার পক্ষে সম্ভব নয়, তজ্জন্য প্রয়োজন নিষ্টা, একাগ্রতা ও দক্ষতা। শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর ছিলেন না, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক এবং তাঁর কর্মকীর্তির মাধ্যমে তিনি সমকালকে ধরতে পেরেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত (৮ জানুয়ারি) বুধবার অবসরপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক প্রয়াত শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

প্রয়াতের জন্মজনপদ চট্টগ্রামের পটিয়া উপজেলার বেলখাইন গ্রামের চৌধুরী ভবনে আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত আর্যকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অষ্ট উপকরণসহ সহ সংঘদানানুষ্ঠান ও স্মরণ সভায় প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত আয়ুপাল মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপর্ষী মহাথেরো, বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত সুমনতিষ্য মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, ভদন্ত সংঘপাল থেরো ও ভদন্ত প্রিয়তিষ্য থেরো৷ উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু।

সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের উর্ধ্বতন সহ-সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী প্রমুখ। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী।

উল্লেখ্য, শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী গত ২০২৪ সালের ৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।