সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় বেলা ৩ টায় অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথেরো।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর সভাপতি ধর্মদূত জিনালংকার মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ধর্মসারথী শাসনানন্দ মহাথেরো।
সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল থেরর সঞ্চালনায় ভদন্ত দেবমিত্র মহাথের ,ভদন্ত শাসনবংশ মহাথের,ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের,ভদন্ত দীপানন্দ মহাথের,,ভদন্ত বিপুলাসেন মহাথের,ভদন্ত শাসনশ্রী মহাথের,,ভদন্ত বিপুলাবংশ মহাথের প্রমুখ উপস্থিত ছিলেন।