রাউজানের কদলপুরে সিংহ শয্যা বুদ্ধ প্রতিবিম্বের অভিষেক ও উৎসর্গ, বুদ্ধ কীর্তন পরিবেশন, অষ্টপরিষ্কার সংঘদান, জ্ঞাতিভোজন এবং রুক্ষিণী-আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২২ নভেম্বর (শুক্রবার) উপজেলার পশ্চিম কদলপুর বড়ুয়া পাড়া শ্মশান বিহার প্রাঙ্গণে প্রয়াত রুক্ষিণী রঞ্জন বড়ুয়া ও শ্রীমতি আরতি বালা বড়ুয়ার পুত্র-পুত্রবধূ ও নাতি-নাতনীগণের আয়োজনে বিহারের দায়ক সুরেন্দ্র-বিমলা ভিক্ষু সীমা দাতা প্রয়াত রুক্ষিণী রঞ্জন বড়ুয়ার ৩৬তম মৃত্যু বার্ষিকী ও তৎসহধর্মিণী শ্রীমতি আরতি বালা বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু কামনায় যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর মর্যাদায় এই কর্মসূচীর উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক, প্রিয়শীলি, অধ্যাপক বনশ্রী মহাথের। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মকান্ডারী, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনশোভন, সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন সদ্ধর্ম জ্ঞানানন্দ মহাথের।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব কর্মবীর করুণাশ্রী থের ও শিক্ষক সমীর বড়ুয়ার যৌথ সঞ্চালনায় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাস্থবির, ভদন্ত বিপুলসেন মহাস্থবির। সদ্ধর্মদেশক ছিলেন শাসননিধি পুন্নানন্দ থের, ভদন্ত সুখানন্দ থের, সংঘনিধি সুমঙ্গল থের। মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন সুদত্ত সেবক বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বিহারের অধ্যক্ষ ভদন্ত স্মৃতিমিত্র থের।
রুক্ষিণী-আরতি স্মৃতি জনকল্যাণ ফাউণ্ডেশনের উদ্দেশ্য আদর্শ উপাস্থপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রুক্ষিণী বড়ুয়ার কনিষ্ঠ পুত্র রিটন বড়ুয়া। রুক্ষিণী বড়ুয়ার পরিবারের পক্ষ হতে সভায় উপস্থিত ছিলেন তুষার বড়ুয়া, পীযুষ বড়ুয়া, খোকন বড়ুয়া, এড. প্রণব বড়ুয়া ও অন্তু বড়ুয়া।
এতে অতিথি ছিলেন অধ্যাপক সরোজ কান্তি বড়ুয়া, চিন্ময় বড়ুয়া রিন্টু, প্রকৌশলী, সীমান্ত বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, তাপস বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী। আলোচক ছিলেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া, ডা. দিবাকর বড়ুয়া, যীশু বড়ুয়া প্রমুখ। এছাড়াও উক্ত পুণ্যানুষ্ঠানে পণ্ডিত, প্রাজ্ঞ-ভিক্ষুসংঘ ও বিদগ্ধ সদ্ধর্মদেশকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ হতে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৩০ জন বয়স্ক নর-নারীদের বস্ত্রদান করা হয়।