০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭০৩ বার পড়া হয়েছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখার উপসচিব মো. শাহিনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাকে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়াকে ওই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

শর্ত হিসেবে উল্লেখ করা হয় কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। প্রজ্ঞাপন অনুসারে উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ হতে বিএ (সম্মান) ও ১৯৮৯ সালে এমএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে একই বিভাগ হতে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চট্টগ্রাম সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

You cannot copy content of this page

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া

আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখার উপসচিব মো. শাহিনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাকে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়াকে ওই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

শর্ত হিসেবে উল্লেখ করা হয় কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। প্রজ্ঞাপন অনুসারে উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ হতে বিএ (সম্মান) ও ১৯৮৯ সালে এমএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে একই বিভাগ হতে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।