ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান শেষ হয়েছে।
সোমবার (২৩জুন) রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে এ উপলক্ষে ভোরে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। উদ্বোধক ছিলেন সহ- উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন শ্রীসদ্ধর্মশাস্ত্রাচার্য ভদন্ত অভয়ানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন মৈত্রীবারিধি ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, সদ্ধর্মসারথি ভদন্ত সুমনবংশ মহাথের, সংঘসুহৃদ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের,
প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব সাধারণ সম্পাদক কর্মবীর ভদন্ত করুনাশ্রী মহাথের। সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিমল বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন বাবুল বড়ুয়া।
গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায় পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বর্তমানে তার মরদেহ রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে রাখা আছে।
আগামী ৪ জুলাই শুক্রবার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে অনুষ্ঠিত হবে।