০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৌদ্ধ বিহার ও আদিবাসীদের বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৬৯ বার পড়া হয়েছে

পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার ও আদিবাসীদের বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার প্রতিবাদে মানববন্ধন , প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায়  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে  ভিক্ষু সংঘ, সচেতন বুদ্ধিজীবী ও সম্মিলিত বৌদ্ধ জনগনের ব্যানারে এ  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ মহাথের।

ভদন্ত অগ্রলংকার ভিক্ষুর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভদন্ত শাসনবংশ মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত দীপানন্দ স্থবির,  এম. ধর্মবোধি স্থবির, জে. বি. এস আনন্দবোধি ভিক্ষু, জে ধর্মবোধি ভিক্ষু,  বোধিপাল বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার,  হিমেল বড়ুয়া, শিক্ষক বিষু বড়ুয়া, রুবেল বড়ুয়া , সবুজ বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চট্টগ্রাম সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

You cannot copy content of this page

বৌদ্ধ বিহার ও আদিবাসীদের বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

আপডেট সময় ১০:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার ও আদিবাসীদের বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার প্রতিবাদে মানববন্ধন , প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায়  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে  ভিক্ষু সংঘ, সচেতন বুদ্ধিজীবী ও সম্মিলিত বৌদ্ধ জনগনের ব্যানারে এ  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ মহাথের।

ভদন্ত অগ্রলংকার ভিক্ষুর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভদন্ত শাসনবংশ মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত দীপানন্দ স্থবির,  এম. ধর্মবোধি স্থবির, জে. বি. এস আনন্দবোধি ভিক্ষু, জে ধর্মবোধি ভিক্ষু,  বোধিপাল বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার,  হিমেল বড়ুয়া, শিক্ষক বিষু বড়ুয়া, রুবেল বড়ুয়া , সবুজ বড়ুয়া প্রমুখ।