বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সদস্য অন্তর্ভুক্তি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় নগরের জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন হলে ‘বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ’র সদস্য অন্তর্ভুক্তি ও মতবিনিময় সভা পরিষদের আহ্বায়ক সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক পরিষদের সদস্য সচিব সংস্কৃতিকর্মী ও গীতিকার শ্যামল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাট্যকর্মী সঞ্চিতা বড়ুয়া, পরিষদের সদস্য সংগীতশিল্পী দোলনচাঁপা বড়ুয়া, নাট্যকর্মী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, নাট্যকার-অভিনেতা সুমন বড়ুয়া টিংকু, বাচিকশিল্পী সঞ্চিতা তালুকদার, সংগীতশিল্পী জুসি বড়ুয়া, বাচিকশিল্পী শর্মি বড়ুয়া, সংগীতশিল্পী জুয়েল বড়ুয়া, বাচিকশিল্পী সেঁজুতি বড়ুয়া, সংগীতশিল্পী জুলি বড়ুয়া প্রমুখ।
উক্ত সভায় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন মিডিয়ায় সমস্ত বৌদ্ধ সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা ও বাচিক শিল্পীদের সম্পৃক্ত করার জন্য সবাইকে তৎপর হওয়া এবং পরিষদের আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি আগ্রহীদের প্রতিভা বিকাশের মাধ্যমে মেধাবী প্রজন্ম তৈরিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এছাড়াও সভায় আগামী দুই মাসের মধ্যে ঢাকার সদস্যদের সাথে মতবিনিময় সভার পর চট্টগ্রামে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনে সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ দুই ঘন্টাব্যাপী আলোচনার পর মধ্যাহ্ন ভোজে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।