০২:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করলেন ১৫ বুদ্ধ কুলপুত্র

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৬২০ বার পড়া হয়েছে

ফ্রান্সে বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করলেন ১৫ বুদ্ধ কুলপুত্র।

রবিবার (২৮ জুলাই) ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে ধর্মীয় অনুশাসন মেনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করেন  বাংলাদেশী বংশোদ্ভূত ১৫ বুদ্ধ কুলপুত্র।

এ সময় বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, ভদন্ত কল্যানরত্ন থের, ভদন্ত আনন্দ থের, ভদন্ত চিত্তধর্ম থের প্রমূখ উপস্থিত ছিলেন।

তারা সপ্তাহব্যাপী শীলসমাধী প্রজ্ঞার অনুশীলন করবেন।

প্রব্রজিতরা হলেন- বিটন বড়ুয়া, হৃদ্যয় কুসুম বড়ুয়া, উদয় কুসুম বড়ুয়া ,উদ্দীপ্ত বড়ুয়া, সোম্য বড়ুয়া , প্রীতম বড়ুয়া ,অভিজিৎ বড়ুয়া , জয়ন্ত বড়ুয়া , আনন্দ বড়ুয়া , প্রত্যয় চৌধুরী , অর্ণব বড়ুয়া , শরণ বড়ুয়া , এরিক বড়ুয়া, জুয়েল বড়ুয়া , কুশল বড়ুয়া ।

পঞ্চশীল ও দশশীল  প্রার্থনা গ্রহণের মধ্যে দিয়ে বিদর্শন ভাবনা শিবির শেষ দিন  আগামী ৪ জুলাই রবিবার  অষ্টপরিষ্কারসহ সংঘদানের মধ্যে শেষ হবে এ সপ্তাহব্যাপী আনুষ্ঠানকতা।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

ফ্রান্সে বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করলেন ১৫ বুদ্ধ কুলপুত্র

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

ফ্রান্সে বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করলেন ১৫ বুদ্ধ কুলপুত্র।

রবিবার (২৮ জুলাই) ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে ধর্মীয় অনুশাসন মেনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করেন  বাংলাদেশী বংশোদ্ভূত ১৫ বুদ্ধ কুলপুত্র।

এ সময় বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, ভদন্ত কল্যানরত্ন থের, ভদন্ত আনন্দ থের, ভদন্ত চিত্তধর্ম থের প্রমূখ উপস্থিত ছিলেন।

তারা সপ্তাহব্যাপী শীলসমাধী প্রজ্ঞার অনুশীলন করবেন।

প্রব্রজিতরা হলেন- বিটন বড়ুয়া, হৃদ্যয় কুসুম বড়ুয়া, উদয় কুসুম বড়ুয়া ,উদ্দীপ্ত বড়ুয়া, সোম্য বড়ুয়া , প্রীতম বড়ুয়া ,অভিজিৎ বড়ুয়া , জয়ন্ত বড়ুয়া , আনন্দ বড়ুয়া , প্রত্যয় চৌধুরী , অর্ণব বড়ুয়া , শরণ বড়ুয়া , এরিক বড়ুয়া, জুয়েল বড়ুয়া , কুশল বড়ুয়া ।

পঞ্চশীল ও দশশীল  প্রার্থনা গ্রহণের মধ্যে দিয়ে বিদর্শন ভাবনা শিবির শেষ দিন  আগামী ৪ জুলাই রবিবার  অষ্টপরিষ্কারসহ সংঘদানের মধ্যে শেষ হবে এ সপ্তাহব্যাপী আনুষ্ঠানকতা।