ফ্রান্সে বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করলেন ১৫ বুদ্ধ কুলপুত্র।
রবিবার (২৮ জুলাই) ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে ধর্মীয় অনুশাসন মেনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করেন বাংলাদেশী বংশোদ্ভূত ১৫ বুদ্ধ কুলপুত্র।
এ সময় বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, ভদন্ত কল্যানরত্ন থের, ভদন্ত আনন্দ থের, ভদন্ত চিত্তধর্ম থের প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা সপ্তাহব্যাপী শীলসমাধী প্রজ্ঞার অনুশীলন করবেন।
প্রব্রজিতরা হলেন- বিটন বড়ুয়া, হৃদ্যয় কুসুম বড়ুয়া, উদয় কুসুম বড়ুয়া ,উদ্দীপ্ত বড়ুয়া, সোম্য বড়ুয়া , প্রীতম বড়ুয়া ,অভিজিৎ বড়ুয়া , জয়ন্ত বড়ুয়া , আনন্দ বড়ুয়া , প্রত্যয় চৌধুরী , অর্ণব বড়ুয়া , শরণ বড়ুয়া , এরিক বড়ুয়া, জুয়েল বড়ুয়া , কুশল বড়ুয়া ।
পঞ্চশীল ও দশশীল প্রার্থনা গ্রহণের মধ্যে দিয়ে বিদর্শন ভাবনা শিবির শেষ দিন আগামী ৪ জুলাই রবিবার অষ্টপরিষ্কারসহ সংঘদানের মধ্যে শেষ হবে এ সপ্তাহব্যাপী আনুষ্ঠানকতা।