পটিয়া পাঁচরিয়া মৈত্রী বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বিহারাধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ ভিক্ষুর স্থবির বরণ , শ্রীমৎ জ্ঞানতিষ্য শ্রামণের উপসম্পদা ও সংঘমাতা সমান্মনা অনুষ্ঠান আগামী ৬,৭ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার বিহার প্রাংগণে অনুষ্ঠিত হবে।
আগামী ৬ নভেম্বর বুধবার বিকেল ৫ টায় বৈকালিক সংঘদান ও শ্রীমৎ জ্ঞানতিষ্য শ্রামণের উপসম্পদা অনুষ্ঠান সম্পন্ন হবে।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাথের,মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ পূর্ণাচার সংসদের মহাসচিব ভদন্ত শরণসেন মহাথের, প্রধান ধর্মা্দেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত জ্ঞানজিত মহাথের।
বিকেলে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করবেন করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ, শিক্ষাবিদ ভদন্ত সোমানন্দ মহাথের, আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত প্রজ্ঞাসার মহাথের, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত সুমনজ্যোতি স্থবির।
২ দিনব্যাপী এ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান উদযাপনী পরিষদ।
তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ।