কক্সবাজারের উখিয়ায় এবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ‘ফানুস’ (আকাশ প্রদীপ) উড়ানো হবে না। দেশের সার্বিক পরিস্থিতি এবং পাহাড়ের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি।
২১ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির আওতাধীন সকল বিহার সমূহকে এই বছর আসন্ন প্রবারণা পূণির্মাতে ফানুস (আকাশ প্রদীপ) না উড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকার আহবান জানিয়ে প্রয়োজনে আতশ বাজি কিংবা হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে।
দেশের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা চিন্তা করে উখিয়ার সচেতন ব্যক্তিবর্গ ও ভিক্ষু সংঘের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।