আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচ সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি ড.লোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১০ আগষ্ট শনিবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচস্থ অল সোলস সেমিট্রি এন্ড মরটারি তে (দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন কমিটির আহবায়ক ভদন্ত ড. করুনানন্দ মহাথের ও সদস্যসচিব ভদন্ত ধম্মবিরীয় ভিক্ষু।
উল্লেখ্য, প্রয়াত ড.লোকানন্দ মহাথের গত ৬ জুলাই শনিবার স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।