০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় ড.লোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১০ আগষ্ট

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচ সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি ড.লোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১০ আগষ্ট শনিবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচস্থ অল সোলস সেমিট্রি এন্ড মরটারি তে (দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন কমিটির আহবায়ক ভদন্ত  ড. করুনানন্দ মহাথের ও সদস্যসচিব ভদন্ত ধম্মবিরীয় ভিক্ষু।

উল্লেখ্য, প্রয়াত ড.লোকানন্দ মহাথের গত ৬ জুলাই শনিবার  স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।  তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

আমেরিকায় ড.লোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১০ আগষ্ট

আপডেট সময় ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচ সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি ড.লোকানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১০ আগষ্ট শনিবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচস্থ অল সোলস সেমিট্রি এন্ড মরটারি তে (দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন কমিটির আহবায়ক ভদন্ত  ড. করুনানন্দ মহাথের ও সদস্যসচিব ভদন্ত ধম্মবিরীয় ভিক্ষু।

উল্লেখ্য, প্রয়াত ড.লোকানন্দ মহাথের গত ৬ জুলাই শনিবার  স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।  তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।