০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৌদ্ধ সংগঠনের পুনর্মিলনী ও সংবর্ধনা, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩ টায়  অনুষ্ঠিত সভায়  চট্টগ্রাম দেব পাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আয্যপ্রিয় মহাথেরর সভাপতিত্ব করেন । একক সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া , উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব সীমান্ত বড়ুয়া । সম্মানিত ছিলেন ইস্পাহানি চা কর্মকর্তা উৎফল কান্তি বড়ুয়া , বিশেষ অতিথি ছিলেন কাইরস ফুটওয়ার ইন্ডাষ্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক বিজন তালুকদার। লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠান সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া। মংগলাচরণ করেন ভদন্ত সূর্যসেন ভিক্ষুও ভদন্ত শীলমিত্র ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া।

তথাগত অনলাইনের সম্মাননা গ্রহণ

সজীব বড়ুয়া ও সপ্তর্ষি চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তুহিন বড়ুয়া ,সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক অভি বড়ুয়া , ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ সম্পাদক রনেল চাকমা।

অনুষ্ঠানে বৌদ্ধ সংবাদমাধ্যমে তথাগত অনলাইন , সংগঠনে-  সীবলী সংসদ, কন্থক বুড্ডিস্ট ইউনিটি , বৌদ্ধ ছায়াঙ্গন , অগ্রদূত বৌদ্ধ সংগঠন, প্রজ্ঞালো , এবিএসবি , ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ , ধর্মচক্র, বুদ্ধজ্যোতি সংঘকে সমাজে উল্লেখযোগ্য ভুমিকার জন্য সংবর্ধিত করা হয়।

একক ধর্মদেশনায় সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের সম্যকের ভূয়সী প্রশংসা করে বলেন , ‘সম্যক” সমাজ সংস্কারে ভূমিকা রেখেছে, একটা বার্তা দিয়েছে, তারা জানান দিয়েছে সমাজে আমরা ও পারি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্যক একটা উল্লেখ্যযোগ্য কাজ করেছে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৌদ্ধ সংগঠনের পুনর্মিলনী ও সংবর্ধনা, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩ টায়  অনুষ্ঠিত সভায়  চট্টগ্রাম দেব পাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আয্যপ্রিয় মহাথেরর সভাপতিত্ব করেন । একক সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া , উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব সীমান্ত বড়ুয়া । সম্মানিত ছিলেন ইস্পাহানি চা কর্মকর্তা উৎফল কান্তি বড়ুয়া , বিশেষ অতিথি ছিলেন কাইরস ফুটওয়ার ইন্ডাষ্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক বিজন তালুকদার। লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠান সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া। মংগলাচরণ করেন ভদন্ত সূর্যসেন ভিক্ষুও ভদন্ত শীলমিত্র ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া।

তথাগত অনলাইনের সম্মাননা গ্রহণ

সজীব বড়ুয়া ও সপ্তর্ষি চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তুহিন বড়ুয়া ,সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক অভি বড়ুয়া , ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ সম্পাদক রনেল চাকমা।

অনুষ্ঠানে বৌদ্ধ সংবাদমাধ্যমে তথাগত অনলাইন , সংগঠনে-  সীবলী সংসদ, কন্থক বুড্ডিস্ট ইউনিটি , বৌদ্ধ ছায়াঙ্গন , অগ্রদূত বৌদ্ধ সংগঠন, প্রজ্ঞালো , এবিএসবি , ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ , ধর্মচক্র, বুদ্ধজ্যোতি সংঘকে সমাজে উল্লেখযোগ্য ভুমিকার জন্য সংবর্ধিত করা হয়।

একক ধর্মদেশনায় সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের সম্যকের ভূয়সী প্রশংসা করে বলেন , ‘সম্যক” সমাজ সংস্কারে ভূমিকা রেখেছে, একটা বার্তা দিয়েছে, তারা জানান দিয়েছে সমাজে আমরা ও পারি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্যক একটা উল্লেখ্যযোগ্য কাজ করেছে।