পটিয়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন।
পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উৎপল বড়ুয়া (৫৬) ও তার স্ত্রী রীতা বড়ুয়া (৫২)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় মাস আগে থেকেই ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড ও আহসানিয়া ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন রীতা বড়ুয়া। হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করেছেন তিনি। তাকে পেছনে পেলে গত সোমবার ভোরে মারা যান স্বামী উৎপল বড়ুয়া।এর আগে গত এক সপ্তাহে দুইবার স্ট্রোক করেছেন তিনি। তাকেও ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। স্বামীর মৃত্যুর ৪৮ ঘণ্টা পরে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে মারা যান স্ত্রী রীতা বড়ুয়া।