হাটহাজারীর মির্জাপুর শান্তিধাম বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিহারের, মূল্যবান জিনিসপত্র সহ, আসন্ন প্রবারণা পূর্ণিমার জন্য বানানো সমস্ত ফানুস পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আজ শুক্রবার ভোরে মির্জাপুর শান্তিধাম বিহারের ভিক্ষু সীমা ঘরে আগুন লেগে, গত দুই মাস যাবৎ গ্রামের শিশু, কিশোর ও যুবকদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন নান্দনিক ডিজাইনে বানানো প্রায় ১০০ ফানুস, এবং বিহারের মূল্যবান ও নিত্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
তবে অসাবধানবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।