হাটহাজারীর আঞ্চলিক ভিক্ষু সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩ মে) বিকেল ৩ টায় জোবরা সুগত বিহারে এ নতুন কমিটি গঠন করা হয়।
হাটহাজারীর আঞ্চলিক ভিক্ষু সমিতির সংঘনায়ক ভদন্ত শীলরক্ষিত মহাথের’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হাটহাজারীর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরকে সভাপতি , গুমাণমদ্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ড. বুদ্ধপাল মহাথেরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, যুগ্ম সম্পাদক- ভদন্ত জে.ধর্মবোধি ভিক্ষ্ অর্থ সম্পাদক- ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু সাংগঠনিক সম্পাদক- ভদন্ত দীপবংশ ভিক্ষু, প্রচারও প্রকাশনা সম্পাদক- ভদন্ত স্মৃতিবংশ ভিক্ষু, ধর্মীয় সম্পাদক- ভদন্ত সংঘজ্যোতি ভিক্ষু, দপ্তর সম্পাদক- ভদন্ত জিনপ্রিয় ভিক্ষু, কার্যকরী সদস্য, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত আলোকাবংশ ভিক্ষু, ভদন্ত শান্তদর্শী ভিক্ষু, ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, ভদন্ত মহাপাল ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞারত্ন ভিক্ষু।