সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্মানুষ্ঠান আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে হাটহাজারীর জোবরা গ্রামে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আটাশ বুদ্ধের পূজা , অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মানুষ্ঠান।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথেরর সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপ-সংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের, উদ্বোধক থাকবেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের।
উক্ত পুন্যানুষ্ঠানে আপনাদের নান্দনিক উপস্থিতি কামনা করেছেন পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটি।