০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাতবাড়ীয়ায় সংঘদান, মেত্তাবংশ মহাস্থবিরের একক সদ্ধর্ম দেশনা ও জ্ঞাতি সম্মেলন

চন্দনাইশ  সাতবাড়ীয়া বেপারীপাড়া গ্রামের ঐতিহাসিক পুণ্যতীর্থ ছাইদামুনি মন্দির প্রাঙ্গনে প্রতিবছরের ধারাবাহিকতায় আজ ১লা মে ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে মহান অষ্টপরিষ্কার সমেত সংঘদান ও পূজ্য মেত্তাবংশ মহাস্থবিরের একক সদ্ধর্ম দেশনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে ) রত্নাংকুর বিহার সভার আয়োজনে তরুণ কর্মী সংঘের সহযোগিতায়  ২ দিনব্যাপী অনুষ্ঠামালার শেষ দিনে বুদ্ধ পূজা , অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের। আশীর্বাদক ছিলেন ভদন্ত রেবতপ্রিয় মহাস্থবির । অন্যান্যদের মধ্যে ভদন্ত আর্যমিত্র মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত তিষ্যমিত্র স্থবির, ভদন্ত সুমনলঙ্কার স্থবির, ভদন্ত চন্দ্রবোধি স্থবির প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা শিক্ষার্থী পৃথ্বিরাজ বড়ুয়া।

এর আগের দিন একক সদ্ধর্ম দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির,  উদ্বোধনী বক্তব্য ভদন্ত ড. সুমনপ্রিয় স্থবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহার, শুভেচ্ছা বক্তব্য রাখেন জিনপ্রয় বড়ুয়া ও  দীপন কুমার চৌধুরী (সাধারণ সম্পাদক, রত্নাঙ্কুর বিহার সভা)।

অনুষ্ঠানের শুরুতে ছাঁইদামুনি তোরণ নির্মাণ ভিত্তি ফলক উন্মোচন করেন ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

সাতবাড়ীয়ায় সংঘদান, মেত্তাবংশ মহাস্থবিরের একক সদ্ধর্ম দেশনা ও জ্ঞাতি সম্মেলন

আপডেট সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

চন্দনাইশ  সাতবাড়ীয়া বেপারীপাড়া গ্রামের ঐতিহাসিক পুণ্যতীর্থ ছাইদামুনি মন্দির প্রাঙ্গনে প্রতিবছরের ধারাবাহিকতায় আজ ১লা মে ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে মহান অষ্টপরিষ্কার সমেত সংঘদান ও পূজ্য মেত্তাবংশ মহাস্থবিরের একক সদ্ধর্ম দেশনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে ) রত্নাংকুর বিহার সভার আয়োজনে তরুণ কর্মী সংঘের সহযোগিতায়  ২ দিনব্যাপী অনুষ্ঠামালার শেষ দিনে বুদ্ধ পূজা , অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের। আশীর্বাদক ছিলেন ভদন্ত রেবতপ্রিয় মহাস্থবির । অন্যান্যদের মধ্যে ভদন্ত আর্যমিত্র মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত তিষ্যমিত্র স্থবির, ভদন্ত সুমনলঙ্কার স্থবির, ভদন্ত চন্দ্রবোধি স্থবির প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা শিক্ষার্থী পৃথ্বিরাজ বড়ুয়া।

এর আগের দিন একক সদ্ধর্ম দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির,  উদ্বোধনী বক্তব্য ভদন্ত ড. সুমনপ্রিয় স্থবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহার, শুভেচ্ছা বক্তব্য রাখেন জিনপ্রয় বড়ুয়া ও  দীপন কুমার চৌধুরী (সাধারণ সম্পাদক, রত্নাঙ্কুর বিহার সভা)।

অনুষ্ঠানের শুরুতে ছাঁইদামুনি তোরণ নির্মাণ ভিত্তি ফলক উন্মোচন করেন ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির।