০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাঁতার শিখতে গিয়ে শুভানন্দ নামে এক শ্রমণের মৃত্যু

  • অধীর বড়ুয়া
  • আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১০৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শুভানন্দ (১৭) নামে এক  শ্রমণের মৃত্যু হয়েছে ।

শনিবার  (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া ধর্মদূত বিহার সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

শুভানন্দ শ্রমন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার শৈলের ডেবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত বড়ুয়ার ছেলে।

৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে জানান, বিহারের পাশের পুকুরে ফুটবল ধরে সাঁতার শেখার সময় বৌদ্ধ শ্রমণ শুভানন্দ পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন জাল দিয়ে পৌণে ৪টার দিকে শুভানন্দ শ্রমনের মরদেহ উদ্ধার করেন।

বিহারাধ্যক্ষ শ্রীমৎ রত্নজিৎ ভিক্ষু বলেন, গত ৩ দিন ধরে ধর্মদূত বিহারে অবস্থান করছে শ্রমণ শুভানন্দ। সে সাঁতার জানতো না। এলাকার বাচ্চাদের পুকুরে ফুটবল ধরে সাঁতার কাটতে দেখে শুভানন্দও সাঁতার শিখতে চেয়েছিল।

এ রিপোর্ট লেখাকালীন সময়ে শুভানন্দ শ্রমনের অনিত্য সভা ও দাহ কার্য সম্পাদনের কার্যাদির প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সাঁতার শিখতে গিয়ে শুভানন্দ নামে এক শ্রমণের মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

বোয়ালখালীতে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শুভানন্দ (১৭) নামে এক  শ্রমণের মৃত্যু হয়েছে ।

শনিবার  (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া ধর্মদূত বিহার সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

শুভানন্দ শ্রমন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার শৈলের ডেবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত বড়ুয়ার ছেলে।

৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে জানান, বিহারের পাশের পুকুরে ফুটবল ধরে সাঁতার শেখার সময় বৌদ্ধ শ্রমণ শুভানন্দ পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন জাল দিয়ে পৌণে ৪টার দিকে শুভানন্দ শ্রমনের মরদেহ উদ্ধার করেন।

বিহারাধ্যক্ষ শ্রীমৎ রত্নজিৎ ভিক্ষু বলেন, গত ৩ দিন ধরে ধর্মদূত বিহারে অবস্থান করছে শ্রমণ শুভানন্দ। সে সাঁতার জানতো না। এলাকার বাচ্চাদের পুকুরে ফুটবল ধরে সাঁতার কাটতে দেখে শুভানন্দও সাঁতার শিখতে চেয়েছিল।

এ রিপোর্ট লেখাকালীন সময়ে শুভানন্দ শ্রমনের অনিত্য সভা ও দাহ কার্য সম্পাদনের কার্যাদির প্রস্তুতি চলছে।