বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
সোমবার (২ জুলাই) চট্টগ্রাম মহানগরীর সেন্টার সিটি ক্লিনিকে সকাল ৬.৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮0 বছর। বার্ধক্যজনিত জটিলতায় গত ১০জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ছিলেন।
তাঁর মরদেহ নগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে অনিত্যসভা শেষে দুপুরে রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারে নিয়ে আসার কথা রয়েছে।