০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সহ-উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের আর নেই

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৬৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

সোমবার (২ জুলাই) চট্টগ্রাম মহানগরীর সেন্টার সিটি ক্লিনিকে সকাল ৬.৩০মিনিটে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮0 বছর। বার্ধক্যজনিত জটিলতায় গত ১০জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ছিলেন।

তাঁর মরদেহ নগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে অনিত্যসভা শেষে দুপুরে  রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারে নিয়ে আসার কথা রয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

সহ-উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের আর নেই

আপডেট সময় ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

সোমবার (২ জুলাই) চট্টগ্রাম মহানগরীর সেন্টার সিটি ক্লিনিকে সকাল ৬.৩০মিনিটে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮0 বছর। বার্ধক্যজনিত জটিলতায় গত ১০জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ছিলেন।

তাঁর মরদেহ নগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে অনিত্যসভা শেষে দুপুরে  রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারে নিয়ে আসার কথা রয়েছে।