বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে প্রয়াত কাঞ্চন তালুকদার ও প্রয়াত গীতা তালুকদার স্মৃতি ধর্মীয় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল ঘাটচেক ধম্মামৃত বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক নন্দশ্রী ভিক্ষু।
সম্যক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া।প্রধান আলোচক ছিলেন পাট্টালিকুল শ্মশান বিহারের অধ্যক্ষ ড. প্রিয়ানন্দ মহাথের। মঙ্গলাচারণ করেন কদমতলী ধর্ম্মাকুর বিহারের উপাধ্যক্ষ শাসনরক্ষিত ভিক্ষু। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক সমর বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন সম্যক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজন তালুকদার। সম্যক রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক সেতু বড়ুয়া পাপরী এবং অন্তী বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঘাটচেক ধম্মামৃত বিহারের সভাপতি সুদত্ত বড়ুয়া, উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার, সম্যক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি বড়ুয়া, সম্যক রাউজান শাখার সভাপতি উচ্ছ্বাস বড়ুয়া, সাধারণ সম্পাদক অন্তু বড়ুয়া, সুমেষ বড়ুয়, জিকু বড়ুয়া, স্বদ্বশ বড়ুয়া, প্রসেন বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্যক রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সূর্যসেন ভিক্ষু।
শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারকসহ পুরস্কার তুলে দেয়া হয়।