০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সম্যক রাউজান শাখার আয়োজনে বন্দনা ও সূত্রপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শুভ বড়ুয়া
  • আপডেট সময় ০৫:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর রাউজান শাখার আয়োজনে  অর্ধশত শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মীয় বন্দনা ও সূত্রপাঠ প্রতিযোগিতা।

শুক্রবার (১ মার্চ) রাউজান ছাদাংগড়খীল পূর্বারাম বিহারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মনীষা ও তিশা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদাংগড়খীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ  ভদন্ত দেববংশ থের।

অনুষ্ঠানে সম্যক এর কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সজীব বড়ুয়া ও সম্যক রাঙ্গুনিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি সূর্যসেন ভিক্ষু।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত সুমনানন্দ থের, পশ্চিম আঁধারমানিক সম্বোধি বিহারের ভদন্ত সুপ্রিয়ানন্দ থের, পূর্বগুজরা জেতবন বিহারের ভদন্ত প্রিয়বংশ থের।

বিশেষ অতিথি ছিলেন ছাদাংগড়খীল এর বাপ্পি বড়ুয়া। সম্যক এর রাউজান শাখায় উপস্থিত ছিলেন অন্ত বড়ুয়া, অন্তর বড়ুয়া, আপন বড়ুয়া (২), মনিষা বড়ুয়া মম, পল্লব বড়ুয়া, সনজিত বড়ুয়া, হৃদয় বড়ুয়া, আপন বড়ুয়া  প্রমুখ ।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

সম্যক রাউজান শাখার আয়োজনে বন্দনা ও সূত্রপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর রাউজান শাখার আয়োজনে  অর্ধশত শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মীয় বন্দনা ও সূত্রপাঠ প্রতিযোগিতা।

শুক্রবার (১ মার্চ) রাউজান ছাদাংগড়খীল পূর্বারাম বিহারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মনীষা ও তিশা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদাংগড়খীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ  ভদন্ত দেববংশ থের।

অনুষ্ঠানে সম্যক এর কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সজীব বড়ুয়া ও সম্যক রাঙ্গুনিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি সূর্যসেন ভিক্ষু।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত সুমনানন্দ থের, পশ্চিম আঁধারমানিক সম্বোধি বিহারের ভদন্ত সুপ্রিয়ানন্দ থের, পূর্বগুজরা জেতবন বিহারের ভদন্ত প্রিয়বংশ থের।

বিশেষ অতিথি ছিলেন ছাদাংগড়খীল এর বাপ্পি বড়ুয়া। সম্যক এর রাউজান শাখায় উপস্থিত ছিলেন অন্ত বড়ুয়া, অন্তর বড়ুয়া, আপন বড়ুয়া (২), মনিষা বড়ুয়া মম, পল্লব বড়ুয়া, সনজিত বড়ুয়া, হৃদয় বড়ুয়া, আপন বড়ুয়া  প্রমুখ ।