০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সম্যক এর আয়োজনে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ কীর্তন

  • শুভ বড়ুয়া
  • আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার আগামী ২২ শে মে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত হবে বুদ্ধ কীর্তন।

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর আয়োজনে এ বৈশাখী পূর্ণিমার সন্ধ্যায় বুদ্ধ নাম সংকীর্তন করবেন হোয়ারাপাড়া কৃতি সন্তান অনিক বড়ুয়া ও তার দল হোয়ারাপাড়া শাক্যমুনি কীর্তনিয়া সংঘ।

সম্যক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমার আবহকে বাড়িয়ে তুলতে দান পারমি বন্দনা পূজা পর্ব শেষে বুদ্ধ নাম কীর্তনে শহরে যান্ত্রিক মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন।

এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা বিকাল ৩ টায় শুরু হবে। এ শান্তি শোভাযাত্রায় মহাসমারোহে অংশগ্রহণ করবে সম্যক সংগঠন এর পরিবারবর্গ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

সম্যক এর আয়োজনে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ কীর্তন

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার আগামী ২২ শে মে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত হবে বুদ্ধ কীর্তন।

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর আয়োজনে এ বৈশাখী পূর্ণিমার সন্ধ্যায় বুদ্ধ নাম সংকীর্তন করবেন হোয়ারাপাড়া কৃতি সন্তান অনিক বড়ুয়া ও তার দল হোয়ারাপাড়া শাক্যমুনি কীর্তনিয়া সংঘ।

সম্যক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমার আবহকে বাড়িয়ে তুলতে দান পারমি বন্দনা পূজা পর্ব শেষে বুদ্ধ নাম কীর্তনে শহরে যান্ত্রিক মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন।

এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা বিকাল ৩ টায় শুরু হবে। এ শান্তি শোভাযাত্রায় মহাসমারোহে অংশগ্রহণ করবে সম্যক সংগঠন এর পরিবারবর্গ।