সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ আয়োজিত ধর্মীয় ও নৈতিক শিক্ষার বাৎসরিক বৃত্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন কোমলমতি শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে থাকে।
সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল ভিক্ষু জানান,এবার সারা দেশের রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ড, মিরসরাই, কুমিল্লাসহ ১২টি জোনের ৪২টি কেন্দ্রে ২ হাজার ৪ শ ৯৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য শতাধিক পরিদর্শক টিম ও পরিদর্শকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে ।