বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, রাউজান কেন্দ্রীয় বিমালানন্দ বিহারের অধ্যক্ষ, স্মৃতিধর ড.শীলানন্দ মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা…….)
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ০৪.১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দেশে ও বিদেশে অসংখ্য শিষ্য-প্রশিষ্য, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মহানগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও ডা. বসুবন্ধু বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, অনিত্যদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে ২টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে এবং পরবর্তীতে রাউজান উনার জন্মভূমি -তে নেওয়া হবে সেখান থেকে ভদন্তের সাধনধাম রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বিহারে আনা হবে।