চট্রগ্রামের বৌদ্ধ সংগঠন “সম্যক” সংগঠন এর আয়োজনে শিশু কিশোরদের মাঝে প্রবারণার গুরুত্ব ও এর কর্মযজ্ঞ শিখাতে পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারে ফানুস তৈরির কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) ৭ অক্টোবর পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আসছে ২৮ই অক্টোবর বৌদ্ধদের পবিত্র আশ্বিনী পূর্ণিমা এ প্রবারণা পূর্ণিমায় আলোকবর্তিকা ফানুস উড়ানো হয়। এ ফানুস উড়ানোর গুরুত্ব শিশু কিশোরদের মাঝে বুঝাতে সম্যক সংগঠনের আয়োজনে কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন শাক্যমুনি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যসম্ভার ভিক্ষু। সম্যক কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন সপ্তর্ষি চৌধুরী রিমঝিম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সম্যক সংগঠনের রনেল চাকমা, উচ্ছ্বাস, অন্তুু, রাহুল, বিজিতা, বাঁধন, অপরাজিতা সহ চট্টগ্রাম ও রাউজান শাখার সদস্যবৃন্দগণ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।