০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে

শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক অনির্বাণ বড়ুয়া

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৩৫৬৪ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ প্রতিযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে রাঙামাটি সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে বাছাইয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। একই সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর তুষার কান্তি বড়ুয়া,   গত ২ ফেব্রুয়ারি ২০২১ সালে অধ্যক্ষ পদে যোগ দেন। এর আগে গত ১৮ নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি ত্রয়োদশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৪ সালের ২৪ এপ্রিল চট্টগ্রাম সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক তথা বিভাগীয় প্রধান হিসেবে সরকারি জগন্নাথ কলেজ-ঢাকা, সরকারি এমসি (মুরারি চাঁদ) কলেজ-সিলেট ও চট্টগ্রাম সরকারি কলেজে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে (১৮তম ব্যাচ) পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) (১ম শ্রেণিতে ২য় স্থান) ও স্নাতকোত্তর (১ম শ্রেণিতে ৬ষ্ঠ স্থান) ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং ব্যক্তিগতভাবে ভারত, ভূটান ও থাইল্যান্ড ভ্রমণ করেন। তিনি পরিসংখ্যান বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক রচনা করেন। দেশী-বিদেশী জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন এবং বিভিন্ন সাময়িকী সম্পাদনা করেন।

উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন সুন্দরপুর ইউনিয়নের ছাদকনগর গ্রামের কৃতি সন্তান।

সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের কৃতি সন্তান।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে

শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক অনির্বাণ বড়ুয়া

আপডেট সময় ০৯:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ প্রতিযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে রাঙামাটি সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে বাছাইয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। একই সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর তুষার কান্তি বড়ুয়া,   গত ২ ফেব্রুয়ারি ২০২১ সালে অধ্যক্ষ পদে যোগ দেন। এর আগে গত ১৮ নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি ত্রয়োদশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৪ সালের ২৪ এপ্রিল চট্টগ্রাম সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক তথা বিভাগীয় প্রধান হিসেবে সরকারি জগন্নাথ কলেজ-ঢাকা, সরকারি এমসি (মুরারি চাঁদ) কলেজ-সিলেট ও চট্টগ্রাম সরকারি কলেজে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে (১৮তম ব্যাচ) পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) (১ম শ্রেণিতে ২য় স্থান) ও স্নাতকোত্তর (১ম শ্রেণিতে ৬ষ্ঠ স্থান) ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং ব্যক্তিগতভাবে ভারত, ভূটান ও থাইল্যান্ড ভ্রমণ করেন। তিনি পরিসংখ্যান বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক রচনা করেন। দেশী-বিদেশী জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন এবং বিভিন্ন সাময়িকী সম্পাদনা করেন।

উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন সুন্দরপুর ইউনিয়নের ছাদকনগর গ্রামের কৃতি সন্তান।

সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের কৃতি সন্তান।