হাটহাজারী মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরকে আঞ্চলিক উপসংঘনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির এক সভায় এ অনুমোদন দেয়া হয়।
হাটহাজারী জোবরা সুগত বিহারের অধ্যক্ষ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের আঞ্চলিক সংঘনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।