বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, পাঁচরিয়া গন্ধকুটি বিহারের প্রয়াত অধ্যক্ষ শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১৪ ও ১৫ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) পাঁচরিয়া গন্ধকুটি বিহারে স্মৃতিভাস্কর শীলভদ্র মহাথের’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শাসনস্তম্ব জীবনানন্দ মহাথেরো। সভায় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের মহাসচিব প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ও যুগ্ম মহাসচিব রিটন বড়ুয়া উদযাপন পরিষদের পূর্নাঙ্গ কমিটির নাম পাঠ করেন। অর্থ সচিব বাবু সুমিত্র বড়ুয়া সম্পূরক বাজেট পেশ করেন।
শুরুতে ত্রিপিটক হতে মঙ্গলচরণ করেন ভদন্ত সত্যানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রাথর্না করেন -অর্থ উপ-পরিষদের চেয়ারম্যান দীলিপ বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের, প্রকাশনা সচিব টিপলু বড়ুয়া ও প্রচার উপ পরিষদের চেয়ারমান, চার্চিল বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ ভদন্ত পরমানন্দ মহাথের,তদন্ত ভদ্রিয় মহাথের, তদন্ত আযুপাল মহাথের, ভদন্ত সদ্ধম্মশ্রী বিপসসী মহাথের,ভদন্ত সংঘবোধি মহাথের, ভদন্ত শরণসেন মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত সংঘমিত্র থের, ভদন্ত জিনসেন থের, ভদন্ত সংঘশ্রী থের,ভদন্ত সুমেধানন্দ থের,ভদন্ত শাক্যশ্রী থের, তদন্ত মোদিতানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের ভদন্ত ,সংঘপাল থের, তদন্ত সিদ্ধার্থ বংশ ভিক্ষু, শরণশ্রী ভিক্ষু ও সুধিবৃন্দদের মধ্যে বাংকার শুনীল বড়ুয়া, ডাঃ মৃনাল কান্তি বড়ুয়া,অধ্যক্ষ তরুন কান্তি বড়ুয়া, দিবাকর চৌধুরী, শিক্ষক রূপম বড়ুয়াসহ বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের উপস্থিত ভিক্ষুসংঘ ও সুধীবৃন্দের উদ্দেশ্যে আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৪ প্রয়াত বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করার লক্ষে সকলের কায়িক, বাচনিক, আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন।