বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১৩, ১৪ , ১৫ মার্চ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে অনুষ্ঠিত হবে।
বুধবার ১৩ মার্চ শীলাবুদ্ধ ও বাইশবুদ্ধের মেলা অনুষ্ঠিত হবে।
সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ২ টায় খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত উপঞঞা চক্ক মহাথের’র একক ধর্মদেশনা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, সাবেক সাংসদ বেগম চেমন আরা তৈয়ব , পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী । উদ্বোধক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।
শুক্রবার (১৫মার্চ) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , সাতকানিয়া আসনের সাংসদ এমএ মোতালেব সিআইপি , প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।