০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাসনসদ্ধর্ম্মরত্ন প্রয়াত বোধিমিত্র মহাথের’র অন্ত‍্যেষ্টিক্রিয়া সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন প্রয়াত বোধিমিত্র মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান  পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শোভাযাত্রা সহকারে প্রয়াত বোধিমিত্র মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন করা হয়। এরপর  অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। বিশেষ অতিথি ছিলেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের ,সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাথের, সদ্ধর্মভাণক সোমানন্দ মহাথের,সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, সাবেক সাংসদ বেগম চেমন আরা তৈয়ব , ভদন্ত বসুমিত্র মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের,  প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের। পঞ্চশীল প্রার্থনা করেন মিহির কান্তি চৌধুরী ।

শুক্রবার (১৫মার্চ) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের,  প্রধান জ্ঞাতি ছিলেন সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যাপক ড. উপানন্দ মহাথের।ভদন্ত বিপসসী মহাথের, ড. প্রিয়দর্শী মহাথেরর সঞ্চালনায়  পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষিকা সঞ্জু বড়ুয়া।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,  প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,  প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, মূখ্য আলোচক ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সভাপতি প্রফেসর ডাঃ  উত্তম বড়ুয়া। অতিথি ছিলেন উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া ,কেমি বড়ুয়া মুক্তা, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম,ভদন্ত জ্ঞানানন্দ মহাথের,ভদন্ত জীবনানন্দ মহাথের,ভদন্ত আনন্দমিত্র মহাথের।উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথের। অধ্যাপক টিপলু বড়ুয়া ও অধ্যাপিকা সুপর্ণা বড়ুয়ার সঞ্চালনায়  মঙ্গলাচরন করেন ভদন্ত করুনাপ্রিয় ভিক্ষু ভিক্ষু ভদন্ত শরণশ্রী ভিক্ষু।

অন্যান্যদের মধ্যে,ভদন্ত সুনন্দ মহাথের, অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া , অধ্যাপক শিশির বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সত্যানন্দ বড়ুয়া, লিটন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া, শ্যামল মিত্র বড়ুয়া,সিদ্ধার্থ শংকর বড়ুয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।  পঞ্চশীল প্রার্থনা করেন দীলিপ বড়ুয়া ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

শাসনসদ্ধর্ম্মরত্ন প্রয়াত বোধিমিত্র মহাথের’র অন্ত‍্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আপডেট সময় ১০:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন প্রয়াত বোধিমিত্র মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান  পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শোভাযাত্রা সহকারে প্রয়াত বোধিমিত্র মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন করা হয়। এরপর  অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। বিশেষ অতিথি ছিলেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের ,সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাথের, সদ্ধর্মভাণক সোমানন্দ মহাথের,সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, সাবেক সাংসদ বেগম চেমন আরা তৈয়ব , ভদন্ত বসুমিত্র মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের,  প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের। পঞ্চশীল প্রার্থনা করেন মিহির কান্তি চৌধুরী ।

শুক্রবার (১৫মার্চ) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের,  প্রধান জ্ঞাতি ছিলেন সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যাপক ড. উপানন্দ মহাথের।ভদন্ত বিপসসী মহাথের, ড. প্রিয়দর্শী মহাথেরর সঞ্চালনায়  পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষিকা সঞ্জু বড়ুয়া।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,  প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,  প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, মূখ্য আলোচক ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সভাপতি প্রফেসর ডাঃ  উত্তম বড়ুয়া। অতিথি ছিলেন উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া ,কেমি বড়ুয়া মুক্তা, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম,ভদন্ত জ্ঞানানন্দ মহাথের,ভদন্ত জীবনানন্দ মহাথের,ভদন্ত আনন্দমিত্র মহাথের।উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথের। অধ্যাপক টিপলু বড়ুয়া ও অধ্যাপিকা সুপর্ণা বড়ুয়ার সঞ্চালনায়  মঙ্গলাচরন করেন ভদন্ত করুনাপ্রিয় ভিক্ষু ভিক্ষু ভদন্ত শরণশ্রী ভিক্ষু।

অন্যান্যদের মধ্যে,ভদন্ত সুনন্দ মহাথের, অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া , অধ্যাপক শিশির বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সত্যানন্দ বড়ুয়া, লিটন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া, শ্যামল মিত্র বড়ুয়া,সিদ্ধার্থ শংকর বড়ুয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।  পঞ্চশীল প্রার্থনা করেন দীলিপ বড়ুয়া ।