কক্সবাজারের রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় শতবর্ষী ‘উসাইচেন বৌদ্ধ বিহারে’ (বড় ক্যাং) আগুনে কাঠের সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কাঠের তৈরি বিহারটি পরিচালনা করেন রাখাইন সম্প্রদায়ের লোকজন।
দুর্বৃত্তরা বিহারটিতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিহার পরিচালনা কমিটি ও রাখাইন সম্প্রদায়ের নেতারা। তাঁরা বলেন, ১৫০ বছরের পুরোনো কাঠের বিহারে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন বিহারাধ্যক্ষ সহ অন্যরা। এরপর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিহারে ঢুকে আগুন দেয়। আগুনে বিহারের সিঁড়ি পুড়ে গেছে। আগুন দেখে বিহারের লোকজন হইচই শুরু করলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আগুনের সূত্রপাতের কারণ, এটি নাশকতা না-কি নিছক দুর্ঘটনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।