০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদ গঠিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০১:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ৯১০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদ – ২০২৩ এর উদযাপনী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১শে মার্চ)  রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা গঠন কল্পে এক সাধারন সভা ভদন্ত দীপানন্দ মহাথের’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির ধর্মীয় সম্পাদক ভদন্ত দীপংকর মহাথের।

রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক ট্রাষ্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন ভদন্ত নন্দশ্রী থের, ভদন্ত স্বরুপানন্দ থের, পূর্ণ্যচন্দ্র মুৎসুদ্দী,সঞ্চয় বড়ুয়া সতু,সুদত্ত বড়ুয়া, ডাঃ সজল বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া লাভু, লিটন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া, অরুন বড়ুয়া, অসীম বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সোহেল তালুকদার, তরুন বড়ুয়া, অভিজিৎ তালুকদার পাপেল প্রমুখ।

সভায় সবার সম্মতিতে ভদন্ত দীপংকর মহাথের- সভাপতি, ভদন্ত  দীপানন্দ থের -কার্যকরী সভাপতি, ভদন্ত নন্দশ্রী থের – সাধারন সম্পাদক,  প্রধান সমন্বয়কারী – ট্রাষ্টি রঞ্জন বড়ুয়া, যুগ্ম সমন্বয়কারী – পূর্ন্যচন্দ্র মুৎসুদ্দী , অর্থ সম্পাদক – ভদন্ত সত্যনন্দ থের।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদ গঠিত

আপডেট সময় ০১:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদ – ২০২৩ এর উদযাপনী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১শে মার্চ)  রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্নিমা গঠন কল্পে এক সাধারন সভা ভদন্ত দীপানন্দ মহাথের’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির ধর্মীয় সম্পাদক ভদন্ত দীপংকর মহাথের।

রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক ট্রাষ্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন ভদন্ত নন্দশ্রী থের, ভদন্ত স্বরুপানন্দ থের, পূর্ণ্যচন্দ্র মুৎসুদ্দী,সঞ্চয় বড়ুয়া সতু,সুদত্ত বড়ুয়া, ডাঃ সজল বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া লাভু, লিটন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া, অরুন বড়ুয়া, অসীম বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সোহেল তালুকদার, তরুন বড়ুয়া, অভিজিৎ তালুকদার পাপেল প্রমুখ।

সভায় সবার সম্মতিতে ভদন্ত দীপংকর মহাথের- সভাপতি, ভদন্ত  দীপানন্দ থের -কার্যকরী সভাপতি, ভদন্ত নন্দশ্রী থের – সাধারন সম্পাদক,  প্রধান সমন্বয়কারী – ট্রাষ্টি রঞ্জন বড়ুয়া, যুগ্ম সমন্বয়কারী – পূর্ন্যচন্দ্র মুৎসুদ্দী , অর্থ সম্পাদক – ভদন্ত সত্যনন্দ থের।