চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে স্নান করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯)। তারা সম্পর্কে আপন কাকাত ভাই। তাদের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার ছেলে সোহম স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ও রাজু বড়ুয়ার ছেলে আপন চট্টগ্রাম নগরের একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। জানা গেছে, আপন ঈদ ও নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে চাচাতো ভাই সোহমের সঙ্গে কাছের কর্ণফুলী নদীতে গোসল করতে যায় আপন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজ চালান। পরে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনে খবর দিলে চট্টগ্রাম নগর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে একজনের নিথর দেহ পাওয়া গেছে বলেও জানা যায়।