১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাউজান পূর্বগুজরা ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ৭২৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে মূলপর্ব কঠিন চীবর দানোৎসব- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার  সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন  করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সাধারণ সম্পাদক ভদন্ত করুণাশ্রী থের, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক ভদন্ত ভদ্রিয় মহাথের, সম্মানিত অতিথি ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত সুজনানন্দ থের, ভদন্ত করুণানন্দ থের, ইউপি. সদস্য বকুল বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রায়হান আহমেদ। সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু প্রমুখ।

অশোক বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও রয়েল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষন প্রদান করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া ও সজল কান্তি বড়ুয়া।

বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া। আরো বক্তব্য রাখেন দানবীর বড়ুয়া, নিপু বড়ুয়া, কনক বড়ুয়া, সুজন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দন বড়ুয়া নান্টু।

এছাড়াও প্রথম পর্বে মধ্যম আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়াচার মহাথেরোর সভাপতিত্বে প্রয়াত জ্ঞাতীবর্গের পারলৌকিক শান্তি-সুখ কামনা ও গ্রামবাসীর মঙ্গল কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

৩য় পর্বে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে গ্রামের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাউজান পূর্বগুজরা ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দান

আপডেট সময় ০৪:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে মূলপর্ব কঠিন চীবর দানোৎসব- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার  সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন  করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সাধারণ সম্পাদক ভদন্ত করুণাশ্রী থের, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক ভদন্ত ভদ্রিয় মহাথের, সম্মানিত অতিথি ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত সুজনানন্দ থের, ভদন্ত করুণানন্দ থের, ইউপি. সদস্য বকুল বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রায়হান আহমেদ। সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু প্রমুখ।

অশোক বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও রয়েল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষন প্রদান করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া ও সজল কান্তি বড়ুয়া।

বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া। আরো বক্তব্য রাখেন দানবীর বড়ুয়া, নিপু বড়ুয়া, কনক বড়ুয়া, সুজন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দন বড়ুয়া নান্টু।

এছাড়াও প্রথম পর্বে মধ্যম আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়াচার মহাথেরোর সভাপতিত্বে প্রয়াত জ্ঞাতীবর্গের পারলৌকিক শান্তি-সুখ কামনা ও গ্রামবাসীর মঙ্গল কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

৩য় পর্বে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে গ্রামের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।