যুক্তরাজ্যে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।
মংগলবার ১ আগস্ট যুক্তরাজ্যে বাংলাদেশ বৌদ্ধ বিহারে এ দিবসটি পালন করা হয়।
ভদন্ত আনন্দ ভিক্ষুর পরিচালনায় বর্ষাবাসের ১ম দিন
সকাল বেলায় বুদ্ধ পুজা, বুদ্ধ বন্দনা ও শীল প্রার্থনা হয়েছে।
বিকাল বেলায় ভদন্ত আনন্দ ভিক্ষুর সঞ্চালনায় ধর্মদেশনা , পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, আষাঢ়ী পূর্ণিমার গুরুত্বালোচনা ও খন্ড ধ্যান পরিচালিত হয়।
বর্ষাবাসের ৩ মাসই বিহারে এসে ভান্তের কাছ থেকে ধর্মদেশনা ও শীল গ্রহন করার জন্য বিশেষ আহবান জানানো হয়েছে।