০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশী বৌদ্ধ শিক্ষার্থীদের  কৃতিত্ব

যুক্তরাজ্যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো হতে বাংলাদেশী বৌদ্ধ শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

চৈতি বড়ুয়া University of Arts London হতে Interior and Spatial Design বিষয়ে ১ম বিভাগ নিয়ে BA(Hons.) পাশ করেছেন। চৈতির পিতা তুষার কান্তি বড়ুয়া ও মাতা ভারতী বড়ুয়া এবং গ্রামের বাড়ী আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।

নিটু বড়ুয়া Imperial College London হতে Engineering & Electronics বিষয়ে ১ম বিভাগ নিয়ে কৃতিত্বের সহিত BSc(Hons.) & MSc পাশ করেছে। নির্মল বড়ুয়া ও টকি বড়ুয়ার সুপুত্র নিটু বড়ুয়ার গ্রামের বাড়ী রাউজান উপজেলার আবুরখীল গ্রামে।

অংকন বড়ুয়া University of London এর Queen Mary University হতে Mechanical Engineering বিষয়ে সফলতার সাথে ১ম বিভাগ নিয়ে BSc (Hons.) & MSc পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তুষার কান্তি বড়ুয়া ও ভারতী বড়ুয়া পুত্র অংকন বড়ুয়া ।  গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।

অর্ণব বড়ুয়া চৌধুরী London South Bank University হতে সফলতার সাথে Civil Engineering বিষয় নিয়ে BSc (Hons.) পাশ করেন। দেব প্রসাদ চৌধুরী (অপু) ও সোমা বড়ুয়া চৌধুরী সুপুত্র অর্ণব বড়ুয়া চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান উপজেলার হিংগলা গ্রামে।

উছলা মার্মা Brighton University হতে আইনের International Law and Social Justice বিষয় নিয়ে Degree of Master of Laws (মাস্টার্স) পাশ করেছেন। শাজাইন প্রু মার্মা ও চিং বোয়াং খাই মার্মার সুসন্তান উছলার পৈতৃক নিবাস রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি গ্রামে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

আগামীকাল যেসব বিহারে কঠিন চীবর দান

You cannot copy content of this page

যুক্তরাজ্যে বাংলাদেশী বৌদ্ধ শিক্ষার্থীদের  কৃতিত্ব

আপডেট সময় ০৭:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

যুক্তরাজ্যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো হতে বাংলাদেশী বৌদ্ধ শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

চৈতি বড়ুয়া University of Arts London হতে Interior and Spatial Design বিষয়ে ১ম বিভাগ নিয়ে BA(Hons.) পাশ করেছেন। চৈতির পিতা তুষার কান্তি বড়ুয়া ও মাতা ভারতী বড়ুয়া এবং গ্রামের বাড়ী আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।

নিটু বড়ুয়া Imperial College London হতে Engineering & Electronics বিষয়ে ১ম বিভাগ নিয়ে কৃতিত্বের সহিত BSc(Hons.) & MSc পাশ করেছে। নির্মল বড়ুয়া ও টকি বড়ুয়ার সুপুত্র নিটু বড়ুয়ার গ্রামের বাড়ী রাউজান উপজেলার আবুরখীল গ্রামে।

অংকন বড়ুয়া University of London এর Queen Mary University হতে Mechanical Engineering বিষয়ে সফলতার সাথে ১ম বিভাগ নিয়ে BSc (Hons.) & MSc পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তুষার কান্তি বড়ুয়া ও ভারতী বড়ুয়া পুত্র অংকন বড়ুয়া ।  গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।

অর্ণব বড়ুয়া চৌধুরী London South Bank University হতে সফলতার সাথে Civil Engineering বিষয় নিয়ে BSc (Hons.) পাশ করেন। দেব প্রসাদ চৌধুরী (অপু) ও সোমা বড়ুয়া চৌধুরী সুপুত্র অর্ণব বড়ুয়া চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান উপজেলার হিংগলা গ্রামে।

উছলা মার্মা Brighton University হতে আইনের International Law and Social Justice বিষয় নিয়ে Degree of Master of Laws (মাস্টার্স) পাশ করেছেন। শাজাইন প্রু মার্মা ও চিং বোয়াং খাই মার্মার সুসন্তান উছলার পৈতৃক নিবাস রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি গ্রামে।